নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রামে আসার সময় সোমবার (২৫ নভেম্বর) বিকেলে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের খবরে সনাতন জাগরণ মঞ্চ’র নেতাকর্মীরা চট্টগ্রাম জুড়ে বিক্ষোভ শুরু করেছে বলে জানা গেছে। নগরীর কোতোয়ালি থানাধীন চেরাগী পাহাড় মোড় চত্বরে সন্ধ্যা ৬ টা থেকে সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এসময় আন্দরকিল্লা, মোমিন রোড, টেরিবাজার, জামালখানসহ সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে জানা গেছে।
জানা গেছে, চিন্ময় কৃষ্ণ দাস ডিবি হেফাজতে রয়েছেন এখন। তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে মামলা রয়েছে।
গত ৩০ অক্টোবর চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। মো. ফিরোজ খান নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রাম ও রংপুরসহ বিভিন্ন এলাকায় সনাতনী ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি নিয়ে কয়েকটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে তিনি চিন্ময় প্রভু নামে পরিচিত। এছাড়া তিনি পুণ্ডরীক ধামের অধ্যক্ষ।
চাটগাঁ নিউজ/ ইউডি