নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের অধিকার আদায়ের লক্ষ্যে সক্রিয় বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধ মোর্চাগুলো একত্রিত হয়ে এবার সম্মিলিত জোট গঠন করেছে। ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’ নামে এই নতুন সংগঠনটি আত্মপ্রকাশ করেছে। এখন থেকে এই জোট সনাতনীদের যৌক্তিক দাবি আদায়ে দেশব্যাপী সম্মিলিত শক্তিতে কাজ করবে।
বিগত সময়ে সনাতনীদের অধিকার আদায়ে ‘বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ’ ও ‘বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট’ নামে ঐক্যবদ্ধ মোর্চা গঠন করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করত। এবার সক্রিয় দুইটি মোর্চা সম্মিলিত হয়ে এই নতুন জোট গঠন করেছে। এখন থেকে এই জোট সনাতনীদের যৌক্তিক দাবি আদায়ে সম্মিলিত শক্তিতে কাজ করবে।
‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’র আত্মপ্রকাশ উপলক্ষে আজ রোববার (১৭ নভেম্বর) বিকেলে ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট’র মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত বর্তমান অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে সনাতনী সম্প্রদায়ের উপর চলমান অন্যায় অত্যাচার বন্ধে কাজ করবে। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়িঘর, উপাসনালয়, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, জোরপূর্বক জায়গা দখল করা হয়েছে। শুধু তাই নয়, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মরত সনাতনীদেরকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে, সনাতনীদের উপর এমন ন্যাক্কারজনক ঘটনায় দায়ীদের বিরুদ্ধে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করতে দেখা যায়নি।
তিনি আরো উল্লেখ করেন, সনাতনীদের চলমান আন্দোলন সরকার কিংবা কোন রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে নয়। আমরা সনাতনীদের এই আন্দোলন আপামর সনাতনী সম্প্রদায়ের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের নেতৃবৃন্দসহ সংগঠন সংশ্লিষ্ট নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/ইউডি