পড়া হয়েছে: ২৭
চাটগাঁ নিউজ ডেস্ক: সড়ক অবরোধ করে নির্বাচনী প্রচারণার দায়ে পটিয়ার সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেল তিনটার দিকে পটিয়া পৌর সদরের গোবিন্দরখীল এলাকায় এ নির্বাচনী প্রচারণায় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন গন্তব্যে ফেরা লোকজন।
এ সময় যানচলাচলে বাধা প্রদান করায় সামশুল হক চৌধুরীকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ বলেন, পটিয়ার গোবিন্দরখীল এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় সড়কে যানজট সৃষ্টি করে চলাচলে বিঘ্ন ঘটানো হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। একইসঙ্গে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে স্বতন্ত্র প্রার্থী সামশুল হক চৌধুরীকে জরিমানা করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ