পড়া হয়েছে: ৩০
চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য দেশের সকল উপজেলায় নির্বাহী অফিসার বদলি করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) ইসির উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভাগের সিনিয়র সচিবকে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে ইসি জানায়, জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য দেশের সকল উপজেলায় নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলির জন্য সিদ্ধান্ত নিয়েছে ইসি। এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যে সকল উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ১ বছরের অধিক চাকুরিকাল সম্পন্ন হয়েছে। তাদের অন্য জেলায় বা থানায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে ইসিতে পাঠাতে হবে।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই চিঠিতে নির্দেশ দেওয়া হয়।