নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম আদালত এলাকায় পেশাগত দায়িত্ব পালন করতে যাওয়া সাংবাদিকের ক্যামেরা এবং মোটরসাইকেল ভাংচুরের নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) চট্টগ্রাম।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরকে ঘিরে সৃষ্ট অপ্রীতিকর ঘটনা চলাকালে আদালতে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক পূর্বকোণের সিনিয়র ফটোসাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মিয়া আলতাফের ক্যামেরা ছিনিয়ে নিয়ে অশোভন আচরণ করে সন্ত্রাসীরা। এ সময় সমকালের মো. রাশেদ, দেশ রূপান্তরের আকমাল হোসেন, বিডিনিউজের সুমন বাবু, সারাবাংলার শ্যামল নন্দীর মোটর সাইকেল ভাংচুর করা হয়।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোস্তাফিজুর রহমান বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তির দাবি জানান।
চাটগাঁ নিউজ/ইউডি