পড়া হয়েছে: ১৪৮
বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালীতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে ঘরের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মো. মনছুর আলম (৩৯) নামে এক যুবক মারা গেছেন।
সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার শাকপুরা এলাকার ৭ নং ওয়ার্ডের ইয়াছিন তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মনছুর পটিয়া উপজেলার বাটিখাইন এলাকার মৃত ইমাম শরীফের ছেলে। মনছুরের একটি বাচ্চা রয়েছে বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. কপিল উদ্দিন বলেন, শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিল সে। ঘরের বাতি লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাফিদুল ইসলাম বলেন, মনছুর নামের একজনকে হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা নিরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত করা হয়।
চাটগাঁ নিউজ/ইয়াছিন/এসএ