বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী ও দুর্নীতিগ্রস্থদের কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম ৮ আসনের নবনিবার্চিত সংসদ সদস্য আবদুচ ছালাম।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) উপজেলার স্বাধীনতা সম্মেলন কক্ষে উপজেলার আইনশৃঙ্খলা সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এই সময় সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, ২০০৮ সালে শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে সর্বক্ষেত্রে উন্নয়নের ছোঁয়ায় দেশকে তলাবিহীন ঝুড়ি থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। কতিপয় সন্ত্রাসী, চোর, চাঁদাবাজ, ঘুষখোর, ডাকাত, ভূমিদস্যু ও মাদকসেবীদের কারণে এত এত অর্জন ভূলুন্ঠিত হতে দেয়া যায়না।
এইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম রাজা, পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুর, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, সহকারি কমিশনার ভূমি নুরসাত ফাতেমা চৌধুরী, থানার (ওসি তদন্ত) সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. বেলাল হোসেন, এসএম জসিম উদ্দিন, কাজল দে, আবদুল মান্নান মোনাফ, মোহাম্মদ মোকারম, মো. সামসুল আলম, সফিউল আলম সহ আরো অনেকে।
চাটগাঁ নিউজ/এসবিএন