শুটিংয়ে দুর্ঘটনার শিকার তাসনিয়া ফারিণ-অপূর্ব-পাভেল 

বিনোদন ডেস্ক: একটি ওয়েব ফিল্মে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিণ ও সাইদুর রহমান পাভেল।শুক্রবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় তারা সবাই কাজল আরেফিন অমি ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’-এর কাজ করছিলেন।

জানা গেছে, রাজধানীর জিন্দা পার্কে শুক্রবার সকাল থেকে চলছিল হাউ সুইটের শুটিং। দুপুর ১২টার দিকে একটি ড্রাইভিং দৃশ্যে শুট চলা অবস্থায় দুর্ঘটনার শিকার হন এই তিন অভিনয়শিল্পী। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি পরিচালক কাজল আরেফিন অমি নিজেই নিশ্চিত করেছেন। ফেসবুকে তিনি লেখেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিং এর সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিণ এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়। সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। দ্রুত আমরা স্বাভাবিক হয়ে কাজে ফিরতে পারব।’

হাউ সুইটের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে ওয়েব ফিল্মে জুটি হলেন অপূর্ব-ফারিণ। অভিনেতার সঙ্গে ‘এক্স বয়ফ্রেন্ড’ দিয়ে প্রথম আলোচনায় এসেছিলেন ফারিণ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top