বিনোদন ডেস্ক: বলিউড তারকা অক্ষয় কুমার শুটিংয়ের সময় আহত হয়েছেন। মুম্বাইয়ে ‘হাউসফুল-৫’ সিনেমার দৃশ্য ধারণের সময় তিনি এ দুর্ঘটনার মুখে পড়েন। এতে অক্ষয়ের চোখ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘হিন্দুস্তান টাইমস’র খবরে এ তথ্য জানা গেছে।
সিনেমার সেটের এক ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, ‘অক্ষয় একটি ঝুঁকিপূর্ণ দৃশ্যে অভিনয় করছেন। এ সময়ে একটা কিছু উড়ে এসে তার চোখে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে শুটিং সেটে চোখের চিকিৎসককে ডেকে আনা হয়। তিনি অক্ষয়ের চোখে ওষুধ দিয়ে ব্যান্ডেজ বেঁধে দেন। আপাতত অভিনেতাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অন্য অভিনেতাদের নিয়ে সিনেমার শুটিং শুরু হচ্ছে।’
সূত্রটি আরও জানিয়েছে, ‘অক্ষয় দ্রুত শুটিং শুরু করতে চাইছেন। আবারও শুটিং সেটে ফিরে আসতে মুখিয়ে রয়েছেন। একেবারে শেষ পর্যায়ের শুটিং বাকি রয়েছে। তাই অক্ষয় আর সিনেমার কাজ ফেলে রাখতে চাইছেন না।’
চাটগাঁ নিউজ/জেএইচ