চাটগাঁ নিউজ ডেস্ক : শীতের বাজারে তরতাজা সবজির সমারোহ। তেমনি দামও তুলনামূলক কম। দাম কম থাকায় ক্রেতারা কম টাকায় থলে ভরে সবজি কিনে বাসায় ফিরছেন।
বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বড় সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায়, বাঁধা কপিও বিক্রি হচ্ছে ২০ টাকায়, বেগুন প্রতি কেজি ৪০ টাকা , ক্ষীরা ২৫ টাকা, টমেটো ৫০ টাকা, পেঁপে ৫০ টাকা, শালগম ৩০ টাকা, ঝিঙা ৬০ টাকায় ও পেঁয়াজের ফুল প্রতি কেজি ২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি মুলা ২০ টাকা, গাজর ৫০ টাকা,, শসা ৫০ টাকা, বিচি যুক্ত শিম ৬০ টাকা, সাধারণ শিম ৩০ টাকা, নতুন আলু ৪০ টাকা, নতুন লাল আলু ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, কাঁচা টমেটো ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বহদ্দারহাট কাঁচা বাজার এলাকার সবজি বিক্রেতা আবদুল হক বলেন, বাজারে কমে গেছে সবজির দাম। তবে দু একটি সবজির বর্তমানে মৌসুম না হওয়ায় সেগুলোর দাম একটু বেশি। বাকি সব সবজির দাম অনেক কমে গেছে বাজারে। পুরো শীতকালীন সময়ে সবজির দাম এমন কম যাবে। সামনে আরো কমতে পারে সবজির দাম।
চাটগাঁ নিউজ /ইউডি