পড়া হয়েছে: ৫৩
চাটগাঁ নিউজ ডেস্ক: মাদারীপুর জেলার শিবচরের এক্সপ্রেসওয়ের সূর্যনগর এলাকায় ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। অনেকে আহত হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট আশিক এ তথ্য নিশ্চিত করেছেন।
ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের বাস বরিশালে যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগরে পৌঁছালে একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়।
এলাকাবাসী জানান, সন্ধ্যার পর বিকট শব্দ শুনে হাইওয়েতে এসে দেখেন ট্রাক উল্টে আছে। আর বাসের সামনে দুমড়ে-মুচড়ে গেছে। আহত হয়েছে অনেক যাত্রী।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এমআর