শিক্ষার্থীদের ওপর গুলি করা যুবক ইয়াবাসহ গ্রেফতার

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবাসহ মো. মিজানকে (৩৩) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) থানার হরিপুর ব্রাহ্মণপাড়া আবুল কালামের কলোনির একটি ভাড়া ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

মো. মিজান বায়েজিদ বোস্তামী থানার ওয়াজেদিয়া আলী চেয়ারম্যানের বাড়ির মো. জামাল উদ্দিনের ছেলে।

র‍্যাব জানায়, মো. মিজান গত ১৮ জুলাই নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি করে। ওইসময় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে নগরের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার কয়েকটিতে আসামির তালিকায় মিজানের নাম রয়েছে।

চট্টগ্রাম র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফ উল আলম বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নগরের বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top