পড়া হয়েছে: ৬৫
চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার জি ৯৫২০ ফ্লাইটে দুই যাত্রীর কাছ থেকে এসব আমদানি নিষিদ্ধ সিগারেট জব্দ করা হয়।
এই বিষয়ে শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থেকে ৪৯০ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এগুলো লাগেজ আকারে আসে। তবে লাগেজের কোনো মালিক পাওয়া যায়নি। জব্দ সিগারেট রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে কাস্টোডিয়ান শাখায় পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন