চাটগাঁ নিউজ ডেস্ক : শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) আনোয়ারা উপজেলা সদরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা বলেন, রমজান যে যে ক্ষেত্রে আমাদের শুদ্ধতার তাগিদ দেয় তা না করে উল্টো দিকেই আমরা ক্রমাগত মত্ত হয়ে যাচ্ছি। সীমাহীন ভোগ-বিলাসিতা, আত্ম-প্রচার, কেনাকাটা, মুনাফা অর্জনের অতৃপ্ত বাসনা, লোক দেখানো আনুষ্ঠানিকতা আর প্রবৃত্তির দাসত্বে আমরা মেতে উঠি। ফলে প্রতি বছর রমজান আসে-যায়, কিন্তু আমাদের নেতিবাচক মানসিকতা ও সামাজিক ব্যাধি দূর হয় না। রমজান এক মাস অনুশীলনের পর বাস্তব জীবনে সারা বছর তা অনুসরণ বা প্রয়োগ করাই এর মূল উদ্দেশ্য।
শাওলিন কুংফু একাডেমীর প্রশিক্ষক মহসিন পারভেজ’র সভাপতিত্বে আলী আকবরের সঞ্চালনায় ইফতার মাহফিলে অতিথি ছিলেন চাটগাঁ নিউজের বার্তা সম্পাদক সরোজ আহমেদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় আনোয়ারা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি কেএম সরওয়ার হোসাইন, আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম মোজাম্মেল হক, সহ-সভাপতি এম ডি এইচ রাজু, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, ব্যবসায়ী নাসির উদ্দিন, সাংবাদিক রুপন দত্ত প্রমুখ।
এতে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রশিক্ষণার্থী ও শতাধিক রোজাদার উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এসএ