পড়া হয়েছে: ৪৪
কাপ্তাই প্রতিনিধি : বিগত বছরগুলোর মতো এসএসসি ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলার নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছেন।
আজ রবিবার কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ হতে প্রাপ্ত প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে দেখা যায় এই প্রতিষ্ঠান হতে বিজ্ঞান ও বানিজ্য বিভাগে সর্বমোট ১ শত ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাস করেছেন। অর্থাৎ পাসের হার শতভাগ। এই প্রতিষ্ঠান হতে সর্বমোট ৩৮ জন শিক্ষার্থী জিপিএ (৫) অর্জন করেছেন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, কাপ্তাইয়ের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পাসের হার অনেক কম, ফলে এসএসসিতে উপজেলার টোটাল পাসের হার ৭০.৬২% দাঁড়িয়েছে।
চাটগাঁ নিউজ/এসআইএস