লোহাগাড়া উপজেলা নির্বাচন : কার হাতে কোন প্রতীক

লোহাগাড়া প্রতিনিধি : আগামী ৫ জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোহাগাড়া উপজেলা পরিষদের নির্বাচন। এতে ৩ চেয়ারম্যান, ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (২০ মে) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার এ কে এম গোলাম মোরশেদ খান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

কে কোন প্রতীক পেলেন

চেয়ারম্যান পদে আবদুল মাবুদ সৈয়দকে মোটরসাইকেল, খোরশেদ আলম চৌধুরী আনারস ও সিরাজুল ইসলাম চৌধুরীকে ঘোড়া প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

ভাইস-চেয়ারম্যান পদে মো. সরওয়ার মামুনকে চশমা প্রতীক, মো. জমিল উদ্দিনকে টিউবওয়েল প্রতীক ও ফরহাদুল ইসলামকে তালা প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জেসমিন আক্তারকে কলস ও শাহীন আক্তারকে বল প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

উপজেলার ৯ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬২৬ জন৷ তারমধ্যে মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৪ হাজার ৫১৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১০৮ জন।

চাটগাঁ নিউজ/দেশপ্রিয়া/এসএ

Scroll to Top