লোহাগাড়া প্রতিনিধি: সারাদেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আসামী হলেন উপজেলার আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার মৃত আবুল হোসেনের পুত্র মো. রিপন (৩২)।
থানা সুত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারি এলাকার মাদ্রাসায় অধ্যয়নরত নবম শ্রেণির এক শিশুকে অপহরণ করে নিয়ে গিয়ে আটক রিপন ও তার সহযোগীরা মিলে ভিকটিমকে ধর্ষণ ও মারধর করে উল্লেখ করে থানায় মামলা রুজু করা হয়।
থানার ভারপ্রাপ্ত (ওসি) আরিফুর রহমানের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে ১১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত ১০টার দিকে থানায় কর্মরত এসআই মো. শরীফুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ ফোর্সদেরর সাথে নিয়ে উপজেলার আধুনগর ইউনিয়নের গর্জনিয়া পাড়ার মো. রিপনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ তাকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান জানান, ডেভিল হান্ট অংশ হিসেবে মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম আধুনগর গর্জনিয়া এলাকা থেকে লোহাগাড়া থানায় রুজুকৃত একটি অপহরণ ও ধর্ষণ মামলার আসামী রিপন কে আটক করতে সক্ষম হয়েছি। তার কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। ১২ ফেব্রুয়ারি আটক মো: রিপনকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হয়েছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/এমকেএন