পড়া হয়েছে: ৩৯
চাটগাঁ নিউজ ডেস্ক : লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে হামিদা আক্তার (৫৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ মে) রাত ৯টায় লোহাগাড়ার উপজেলার পুটিবিলা পহরচান্দা আশ্রয়ণ প্রকল্পের পশ্চিম পাশে হানিফের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদা আক্তার ওই এলাকার মৃত নাজির হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য আবদুল মন্নান বলেন, এশারের আযানের পর রাস্তা দিয়ে হেঁটে দোকানে যাচ্ছিলেন ওই নারী। হঠাৎ রাস্তার উপর হাতির সামনে পড়েন। হাতিটি তাকে শুঁড় দিয়ে পেছিয়ে আঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল আলম জানান,হাতির আক্রমনে নারী মারা যাওয়ার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত বলতে পারবো।
চাটগাঁ নিউজ/এসআইএস