পড়া হয়েছে: ৭৪
চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলাধীন লোহার দিঘীর পাড় এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সোয়াইব (২১) নামে এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক দেড় টার সময় লোহার দিঘীর পাড় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এই দূর্ঘটনা ঘটে। এতে তারেক (৩০) নামে আরেক জন গুরুতর আহত হন।
নিহত মোহাম্মদ সোয়াইব উপজেলার আধুনগরের মছদিয়া বেপারি পাড়ার নাজিম উদ্দিনের পুত্র বলে জানা যায়। আহত তারেককে (৩০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ এরফান বলেন, ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ১ জন নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছেল।
চাটগাঁ নিউজ/দেশপ্রিয়/ইউডি