লোহাগাড়ায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: লোহাগাড়ার ডলু নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন উপজেলার পুটিবিলা ৩ নম্বর ওয়ার্ড নতুন পাড়া মো. ইসহাকের ৫ বছর বয়সী ছেলে মো. তানজিব। অন্যজন ৯ নম্বর ওয়ার্ডের সরাই নতুন পাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের দুই বছরের মেয়ে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার পুটিবিলা এলাকায় পৃথক ঘটনায় শিশু দুটির মৃত্যু হয়।

নিহত তানজিবের বাবা ইসহাক বলেন, ডলু নদীতে বালু উত্তোলনের ফলে নদীর গভীরতা বেড়েছে। ডলু নদীর পাড়ে খেলতে গিযে নদীতে পড়ে গেলে পানিতে ডুবে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পর ডলু নদীর উপর নির্মিত বেইলি ব্রিজ্রের নিচে থেকে মৃত অবস্থায় তানজীবকে উদ্ধার করি।

অন্যদিকে লোহাগাড়া উপজেলার পুটিবিলা ৯ নম্বর ওয়ার্ডের সরাই নতুন পাড়া গ্রামের প্রবাসী আব্দুল মান্নানের দুই বছরের মেয়ে বালতিতে থাকা পানিতে খেলতে গিয়ে  মারা যায়। বিষয়টি নিশ্চিত করেন ৯ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য মো. পেয়ারু।

তিনি বলেন, সকাল ১০টার দিকে সড়াইয়া নতুন পাড়ায় আবদুল মান্নানের ২ বছর বয়সী এক কন্যা নিজ বসতঘরে বালতির পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে বালতির পানি থেকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top