লোহাগাড়ায় দিনে দুপুরে প্রবাসীর বসতঘরে চুরি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান এলাকায় দিন-দুপুরে প্রবাসীর বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) দুপুরে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উত্তর কলাউজান হিন্দুর হাট বাজার সংলগ্ন জানে আলমের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরে বিষয়টি নিয়ে সোমবার (২৩ ডিসেম্বর) রাতে একই এলাকার মৃত গুরা মিঞার স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন

অভিযোগে উল্লেখ করা হয়— ঘটনার দিন দুপুর ২টার দিকে বসতঘরের দরজা তালাবদ্ধ করে পরিবারের সবাই পার্শ্ববর্তী এক বাড়িতে দাওয়াতে যান। দুপুর আড়াইটায় দাওয়াত থেকে এসে দেখতে পান বসতঘরের দরজার তালা ভাঙা। ভেতরে প্রবেশ করে রুমের ভেতর সবকিছু এলোমেলো ও আলমারির দরজা ভাঙা অবস্থায় দেখতে পান। চোরেরা আলমিরাতে রক্ষিত ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. রায়হান বেপারী জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চুরির ঘটনার ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top