পড়া হয়েছে: ৩০
সিপ্লাস ডেস্ক: সাকিব আল হাসানের অলরাউন্ড পারফরম্যান্সেও লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে জয়ের দেখা পেল না গল টাইটান্স। তাদেরকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালে উঠে গেছে ডাম্বুলা আউর। সাকিব-লিটনের দল গল এখনো টুর্নামেন্টে টিকে আছে। ফাইনালে উঠতে হলে তাদেরকে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে হবে এলিমিনেটরে জয়ী দলের বিপক্ষে।
রান তাড়ায় নেমে ৩৩ রানের উদ্বোধনী জুটি পায় ডাম্বুলা। এই জুটি ভাঙতে যৌথভাবে অবদান রাখেন সাকিব এবং লিটন। বাংলাদেশি অলরাউন্ডারের ঘূর্ণিতে ১৪ বলে ১ চার ৩ ছক্কায় ২৪ রান করা আভিস্কা ফার্নান্দোকে স্টাম্পড করেন উইকেটকিপার লিটন দাস।