চাটগাঁ নিউজ ডেস্কঃ দীর্ঘ ৮ বছর বন্ধ থাকার পর আবার সম্প্রচারে ফিরছে জনপ্রিয় টিভি শো ‘লাল গোলাপ’। তবে বিএনপি-জামায়াত সরকারের আমলে ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত হতো। এখন সেটি বেসরকারি একটি টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানা গেছে।
‘লাল গোলাপ’র উপস্থাপক শফিক রেহমান একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ইতিমধ্যে অনুষ্ঠানটির দুটি পর্ব রেকর্ড করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে।
শফিক রেহমান ‘সাপ্তাহিক যায় যায় দিন’ এবং পরে ‘দৈনিক যায় যায় দিন’ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। তার সম্পাদিত পাক্ষিক পত্রিকা ‘মৌচাকে ঢিল’ও এক সময় বেশ আলোচিত ছিল। তবে তিনি সবচেয়ে বেশি আলোচনায় আসেন লাল গোলাপ অনুষ্ঠানটি উপস্থাপনা করে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিটিভিতে লাল গোলাপ অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো।
চাটগাঁ নিউজ/ইউডি