র‌্যাবের নতুন ডিজি হলেন ব্যারিস্টার হারুন অর রশিদ

চাটগাঁ নিউজ ডেস্ক : র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍‍্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ। তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৫ জুন হারুন অর রশিদ তার দায়িত্ব নিবেন।

আজ বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক আরেক আদেশে বর্তমান ডিজি খুরশীদ হোসেনকে অবসর দেওয়া হয়।

বর্তমান সরকার ভোটের বাক্স নিজেরাই দখল করে, যাকে খুশি তাকে এমপি বানিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (২৯ মে) নরসিংদীর পলাশে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মঈন খান বলেন, আওয়ামী লীগ সরকার এমপির পর্যায় কোথায় নামিয়ে এনেছে, তা আপনারা সাম্প্রতিক ঝিনাইদহের একটি ঘটনায় দেখেছেন।

তিনি আরও বলেন, বিএনপি যেমন ভোট বর্জন করছে, তেমনি আওয়ামী লীগের ভোটাররাও ভোট বর্জন করছে। সরকার এ নির্বাচনে নিজেরাই বিভেদ তৈরি করছে। সরকার যতই গলাবাজি করুক না কেন তারা এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নৌকা ডুবে যায় তাই তারা স্থানীয় নির্বাচনে মার্কা উঠিয়ে দিতে বাধ্য হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আজকে জনগণের ত্রাহি ত্রাহি অবস্থা কিন্তু সরকার দরিদ্র মানুষের কোন খবর রাখে না।

উপজেলা বিএনপির সভাপতি এরফান আলীর সভাপতিত্বে সভায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top