চাটগাঁ নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী পিস্তল সহ শীর্ষ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের তৎপরতায় তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) দুপুরে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রবিবার (২১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করা হয়। এই সময় মুজিবুর রহমান (২৩) কে আটক করা হয়। সে উখিয়ার ক্যাম্প-১৮ এর মোঃ রফিক ছেলে।
১৪ এপিবিএ’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো: ইকবাল জানিয়েছেন, গোপন সংবাদ ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওয়ালাপালং পুলিশ ক্যাম্প এর ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার অনীশ কীর্ত্তনীয়া এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।
এই সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড রাইফেলের গুলি এবং ১টি বাটন মোবাইল উদ্ধার করা হয়।
চাটগাঁ নিউজ/এসবিএন