পড়া হয়েছে: ৪৪
চাটগাঁ নিউজ ডেস্ক : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বজ্রপাতে সাইমেউ মারমা (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলার ওয়াবব্রাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রোয়াংছড়ি থানার ইনচার্জ মোহাম্মদ পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী উপজেলার ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াব্রাই পাড়ার বাসিন্দা রেনুমং মারমার মেয়ে ও মালয়েশিয়া প্রবাসী মংবানু মারমার স্ত্রী। সাইমেউ মারমা বাগানে কাজ করতে গেলে বজ্রপাত পড়ে তার মাথায়। সে ঘটনাস্থলেই প্রাণ হারায়।
চাটগাঁ নিউজ /এআইকে