রেলের জলাশয় ভরাট করে কারখানা সম্প্রসারন স্থগিত

চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপ রেলের জলাশয় ভরাট করে তাদের কারখানা সম্প্রসারণের কাজ স্থগিত রেখেছে।

সরজমিনে দেখা যায়, শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুমিরা স্টেশনের পাশে ভরাট করা জলাশয় থেকে মাটি সরিয়ে নিচ্ছে টিকে গ্রুপ। জানা যায়, জলাশয়ের যতটুকু অংশ দখল হয়েছিল সেটি রেলকে বুঝিয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

দখলকৃত রেলের জলাশয় ভরাট প্রসঙ্গে রেলওয়ে ভূ-সম্পত্তি বিভাগ থেকে জানানো হয়, সীতাকুণ্ডের কুমিরা স্টেশন এলাকায় রেলওয়ের ৭ একর জায়গা রয়েছে। স্টেশনের পশ্চিম পাশে ২৫ শতক জায়গা নিয়ে এই জলাশয় অবস্থিত। এর পাশে টিকে গ্রুপের ভোজ্যতেলের কারখানা। তারা কারখানা সম্প্রসারণের জন্য জলাশয়টি দুই-তৃতীয়াংশ দখল করে মাটি ফেলে ভরাট করেছিল।

এই বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী বলেন, রেলের জলাশয় ভরাট করে টিকে গ্রুপের কারখানা সম্প্রসারণের সত্যতা পেয়েছিলাম। পরে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে কাজ বন্ধ করে দেই। আজকে তারা রেলের জলাশয়টি অবমুক্ত করে আমাদের বুঝিয়ে দেয়।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top