ষোলশহর স্টেশনে স্যাডের উন্মুক্ত আলোচনা

চাটগাঁ নিউজ ডেস্ক : স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসি (স্যাড)’র আয়োজনে নগরের ষোলশহর রেলওয়ে স্টেশনে ‘মিডিয়ার তৈরি করা মুখস্ত সমাজে কি করতে পারি আমরা’ শিরোনামে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন কবি ও ক্রিটিক ইমরুল হাসান।

আলোচনায় ইমরুল হাসান ‘মিডিয়া, মুখস্ত সমাজ ও কি করতে পারি আমরা?’ এই তিনভাগে বিভক্ত করে আলোচনা করেন।

মিডিয়ার আলোচনা করতে গিয়ে তিনি মিডিয়া রিয়ালিটি, ফলস কনশাসনেস ও ডামি জনগন নিয়ে আলাপ করেন। মিডিয়া সমস্যা সমাধানের জন্য তিনি পিপলস এজেন্সি ও সামাজিক সংগঠন তৈরি করার পরামর্শ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন স্টুডেন্টস এলায়েন্স ফর ডেমোক্রেসির আহ্বায়ক জুবাইরুল হাসান আরিফ, যুগ্ম আহ্বায়ক জমির উদ্দীন, সদস্য সচিব আবির বিন জাবেদ যুগ্ম সদস্য সচিব তৌহিদুল ইসলাম ও সদস্য হোসনাতুন নাহার অ্যানি।

প্রশ্নোত্তর পর্বে দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আলোচনা সভা শেষ হয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top