নিজস্ব প্রতিবেদক : রিয়াজউদ্দিন বাজারে অভিযান চালিয়ে ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ রবিবার (৬ অক্টোবর) দুপুরে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, রানা দেব নাথ ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ডিমের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ডিম ব্যবসায়ী মতিনকে ২০ হাজার টাকা, মেসার্স আবুল বশর সওদাগরকে ১০ হাজার টাকা ও সালমা এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তাছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায় একই বাজারের গরীবে নেওয়াজ মুরগির দোকানকে ৩ হাজার টাকা, শাহ আমানত পোল্ট্রি সেলস সেন্টারকে ৫ হাজার টাকা ও পাইকারি মরিচ বিক্রেতা লোকমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/জেএইচ