পড়া হয়েছে: ৪৩
চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজার তামাকুমন্ডী লেইনে অগ্নিকাণ্ডে নিহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেলেন চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার (২৮ জুন) সকালে চমেক হাসপাতালের জরুরি বিভাগে গিয়ে ভর্তি হওয়া রোগীদের সমবেদনা জানান মেয়র।
এসময় তিনি দুর্ঘটনায় নিহতদের মরদেহ জরুরি ভিত্তিতে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেন এবং চিকিৎসারতদের যাতে কোন অসুবিধা মোকাবিলা করতে না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের সতর্ক থাকার নির্দেশ দেন। নিহতদের জন্য শোক জানান এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন মেয়র।
চাটগাঁ নিউজ/এসএ