রামু প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী তৎপরতায় লিপ্ত থাকার অভিযোগে টেকনাফ উপজেলা বিএনপির নেতা ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ও রামু উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ জাফর আলমকে প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৮ ডিসেম্বর) কক্সবাজার জেলা বিএনপি’র সহ-দপ্তর সম্পাদকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিস্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দুই নেতার বিরুদ্ধে বর্তমান সরকারের সাথে আঁতাত করে ডামী নির্বাচনে বিভিন্ন প্রার্থীর সাথে নির্বাচনী কার্যক্রমে সরাসরি অংশ গ্রহণ করার প্রেক্ষিতে অভিযোগের সত্যতা পেয়েছে দলটি। তাদের এমন কর্মকাণ্ড বিএনপির গণতান্ত্রিক এক দফার আন্দোলন ব্যাঘাত সৃষ্টি ও দলের সাংগঠনিক সিদ্ধান্তের বিরোধী। তাই ওই দুই নেতাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সকল পদ ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপি কক্সবাজার জেলা শাখার সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এই বহিস্কারাদেশ অনুমোদন করেন বলে জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে।