রামু প্রতিনিধি: ছেলেকে বকাবকির এক পর্যায়ে হাতাহাতি তারপর সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন পিতা।
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিন মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া বলীর পাড়ায় রবিবার রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।
ইউনিয়নের এই ওয়ার্ডের ইউপি সদস্য রাজামিয়া জানান, ছেলে শহীদুল্লাহ (৩২) মাতাল হয়ে ঘরে ফিরলে তার বাবা মোহাম্মদ আলম (৬৫) ছেলেকে বকাবকি করে, একপর্যায়ে ছেলেও উত্তেজিত হয়ে কথা বললে বাবা তাঁকে শাসন করতে যান। তখন বাবা ছেলের মধ্যে হাতাহাতি শুরু হয়। এসময় পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দুজনকে থামাতে গেলে সেখানেই জ্ঞান হারান পিতা।
এসময় এলাকাবাসির সহযোগিতায় মোহাম্মদ আলম কে প্রথমে স্থানীয় মা ও শিশু হাসপাতালে পরে লিংকরোড মেরিন সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন বলে জানান ইউপি সদস্য রাজা মিয়া। এ ঘটনার পর থেকে ছেলে শহীদুল্লাহ পলাতক রয়েছে।
অন্যদিকে স্থানীয় এই ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তিনি স্টোক করে মারা গেছেন। এ বিষয়ে রামু থানার ওসি আনোয়ারুল হোসাইনের কাছে জানতে চাইলে তিনি বলেন – আমরা এই ঘটনা রাতে জেনেছি, তবে সকালে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে দেখে এটি স্বভাবিক মৃত্যু হয়েছে বলে ধারণা করছি, তবে স্যোশাল মিডিয়াতে বাবার হাতে ছেলের মৃত্যুর খবরটির বিষয়ে তিনি অবগত নয় বলে সিপ্লাস টিভিকে জানিয়েছেন।