রামুতে অবৈধ বালু মহালে অভিযান, লাখ টাকা জরিমানা

রামু প্রতিনিধি : কক্সবাজারের রামুতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (১০ মে) বিকালে রামু উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল উপজেলার গর্জনিয়া ইউনিয়নের দক্ষিণ থোয়াইঙ্গাকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, অবৈধভাবে বালি উত্তোলনসহ বিভিন্ন অপরাধমূলক কাজের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। এরআগেও অবৈধ বালি উত্তোলনসহ বিভিন্ন অপরাধ রোধে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করা হয়েছে।

চাটগাঁ নিউজ/কফিল/এসএ

Scroll to Top