পড়া হয়েছে: ৪৩
নিজস্ব প্রতিবেদক: পূর্ব ঘোষণা অনুযায়ী কাপ্তাই আজ রাত ১০টায় খোলা হয়নি কাপ্তাই বাঁধের গেট। তবে আগামীকাল রবিবার সকাল ৮ টায় বাঁধের ১৬টি জলকপাটে ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হতে পারে জানিয়েছেন কর্তৃপক্ষ।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের।
তিনি জানিয়েছেন, পর্যাপ্ত পানি না হওয়ায় এবং রাতের বেলায় বাঁধ খোলা আতঙ্কিত হওয়ায় সম্ভাবনাসহ সব দিক বিবেচনা করে আগামীকাল রবিবার সকাল ৮ দিকে বাঁধ খুলে দেওয়া হবে।
আমাদের কাপ্তাই প্রতিনিধি জানান, পিডিবি কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে আজ রাত ১০ টায় কাপ্তাই লেক হতে পানি ছাড়ে নাই। আজ রাত ১০ টা ১০ মিনিটে পিডিবি ম্যানেজার এটিএম আব্দুজ্জাহের এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। আগামীকাল রবিবার সকাল ৮ টা হতে ৯ টার মধ্যে পানি ছাড়া হবে, তিনি জানান।
চাটগাঁ নিউজ/এসআইএস