চাটগাঁ নিউজ ডেস্কঃ ফটিকছড়িতে রাতের অন্ধকারে এক খামারির চার টি গরু চুরির অভিযোগ পাওয়া গিয়েছে। ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রোসাংগিরি ইউপির আজিম নগর এলাকার আব্দুর রহমান মিস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী খামারির নাম আব্দুর রহমান।
খামারি আব্দুর রহমান বলেন- আমি নিজে কিনে গরুগুলো লালন পালন করছিলাম। ঘটনার দিন রাত ১টায় আমার ছেলে আসিফ গোয়াল ঘরে গিয়েছিলো। তখনও সে গরুগুলো দেখেছিল। সকাল ৬ টার দিকে যখন গোয়ালঘরে যখন যায় তখন দেখি গরুর কাটা রশি আছে কিন্তু গরু নেই। অনেক জায়গা খুঁজেছি পায়নি।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন, “খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আশপাশের বেশ কিছু জায়গায় সিসিটিভি ফুটেজ চেক করে কিছু পাওয়া যায়নি। চোরদের ধরতে পুলিশ কাজ করছে”।
গতবছর আজিমনগর সহ আশপাশের এলাকায় প্রায় ৩০টি গরু চুরির ঘটনা ঘটে। প্রশাসন এ ব্যাপারে তৎপর হওয়ার পর চোরের উৎপাত কমে আসলেও সম্প্রতি আবারো বেড়েছে গরু চুরির মত ঘটনা।
চাটগাঁ নিউজ/এসবিএন