রাঙ্গুনিয়ার সার ও বালাইনাশকের দোকানে অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সার ও বালাইনাশকের দোকানে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নিবাহী ম্যাজিষ্ট্রেট মারজান হোসাইন। সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, সার ও বালাইনাশকের দোকানে নানা অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক, লাইসেন্সবিহীন ও বিক্রি রশিদ ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে ঘাটচেক এলাকার ওবাইদুল্লাহ ট্রেডার্স নামে এক সার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা এবং একই বাজারের মেসার্স বি আলম বীজ ভান্ডার নামে একটি বালাইনাশকের ব্যবসায়ীকে ৫ হাজার টাকার অর্থদন্ড দেয়া হয়। কৃষকদের স্বার্থ রক্ষার্থে নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

চাটগাঁ নিউজ/জগলুল/এআইকে

Scroll to Top