রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী পোমরা শহীদ জিয়ানগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে প্রতিযোগিতার শুরুতে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোহাম্মদ হানিফ রাজু। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পাবলিক স্কুলের পরিচালক মো. ফজলুল করিম তালুকদার, সহকারী প্রধান শিক্ষক জাফর উদ্দিন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মফিজুর রহমান, দাতা সদস্য মহসিন চৌধুরী, অভিভাবক সদস্য কাজী একরাম উল্লাহ রিপন, সৈয়দ মুহাম্মদ সাইফুল ইসলাম, শফিউল আজম, দিলু মিয়া, বিদ্যোৎসাহী সদস্য আব্দুল মোনাফ প্রমুখ।
সঞ্চালনা করেন শিক্ষক সুজন চক্রবর্তী। উদ্বোধন শেষে শিক্ষার্থীরা পদ্মা, মেঘনা ও যমুনা এই তিনগ্রুপে বিভক্ত হয়ে শুরুতে হাউজ ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেন। যেখানে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া পিঠাপুলির প্রদর্শন করা হয়। এরপর শুরু হয় মাঠের প্রতিযোগিতা। এতে দৌড়, লেজ টানাটানি, বেগুন তোলা, স্কিপিং বেইচ, সুঁইচে সুতা পড়ানো, মোরগের লড়াই, দীর্ঘ লাফ, উচ্চ লাফ, মোমবাতি নিয়ে দৌড়, মার্বেল চামচ, মিউজিক্যাল চেয়ার, গোলক নিক্ষেপ, বালিশ বদল, বালতিতে বল নিক্ষেপ, পিছনে লেখা সংগ্রহ, স্টিক গেম, বোতলে বল নিক্ষেপসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/এমআর