রাঙ্গুনিয়ার পারুয়ায় আগুনে পুড়েছে দুই বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুটি বসতঘর পুড়ে গেছে। শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।

শনিবার (২৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পারুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাহাব্দিনগর মালাকার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তদন্তের দাবি জানান তারা।

পারুয়া ইউপি চেয়ারম্যান একতেহার হোসেন জানান, স্থানীয় অশ্বিনী মহাজনের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে তাদের দ্বিতলবিশিষ্ট কাচা বসতঘর পুড়ে যায়। এছাড়া পাশের পুষ্পিতা মহাজনের সেমিপাকা বসতঘরও আংশিক ক্ষতি হয়েছে। ঘটনার সময় সন্তোষ মহাজনরা একটি মামলার বিষয়ে থানায় ছিলেন। ঘরে কেউ ছিলেন না।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খবর পেয়ে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। অগ্নিকাণ্ডের সুত্রপাতের বিষয়টা তদন্ত সাপেক্ষে বলা যাবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top