রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া উপজেলার খুরুশিয়া রেঞ্জের উদ্যোগে বন্যহাতি দ্বারা নিহত ও গুরুতর আহতের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান সুখবিলাস বন বিশ্রমাগারে রোববার (১১ ফেব্রুয়ারি) বিকালে অনুষ্ঠিত হয়েছে।
খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য এরশাদ মাহমুদ।
বিশেষ অতিথি ছিলেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মতিউর রহমান, খুরুশিয়া বিট কর্মকর্তা এস এম মাসুদ পারভেজ, দুধ পুকুরিয়ার বিট কর্মকর্তা কাজি নয়ন ইসলাম প্রমুখ। শেষে পদুয়া জয়নগর এলাকার সাফিয়া বেগমকে হাতির আক্রমণে তার কন্যা সন্তান নিহতের জন্য তিনলাখ এবং তিনি ও তার স্বামী গুরুতর আহতের জন্য এক লাখ টাকাসহ মোট চার লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ১১ নভেম্বর বন্য হাতির আক্রমণে সাফিয়া বেগমের শিশু কন্যা জেসমিন আক্তার (৭) মারা যায়। এই ঘটনায় আহত হয় সাফিয়া বেগম ও তার স্বামী রাজারহাট বাজারের পরিচ্ছন্নকর্মী আবুল কাসেম। তাদের আবেদনের প্রেক্ষিতে এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সুপারিশক্রমে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের খুরুশিয়া রেঞ্জের পক্ষ থেকে এই ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।
চাটগাঁ নিউজ/এমআর