রাঙ্গুনিয়ায় ফসলি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে ফসলি জমি ভরাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সনাবেশ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গুনিয়া সরকারি কলেজ সড়কের পাশে এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার পূর্ব সৈয়দবাড়ি বিলে পাহাডি মাটি দিয়ে ফসলি জমি ভরাট করে আবাসন নির্মাণের প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য নুরুল আজিম, উত্তর জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দীন, ভুক্তভোগী জমি মালিক মো. কালু মিয়া, মো. মোখলেস, মো. আজম প্রমুখ।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় আজিজ নামে এক ব্যক্তি ওই এলাকায় পাহাড় কেটে অন্যের জমি ভরাট করে দখল প্রক্রিয়া চালিয়েছে বলে স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেন।

এদিকে ফসলি জমিতে মাটি ভরাটের কারণে ধুলাবালিতে পরিবেশ দূষণ এবং ভারী যানবাহনের কারণে রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে আগত শিক্ষার্থীদের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেন স্কুলের প্রধান শিক্ষক এম মিজানুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক আবু সায়েম। তারা পরিবেশ বিধ্বংসী এই কার্যক্রম বন্ধে পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top