রাঙ্গুনিয়া প্রতিনিধি: এওয়াক এর চাইল্ড ইম্পাউয়ারমেন্ট প্রোগ্রামের আওতায় লিলিয়ানী ফাউন্ডেশন ও সিডিডি এর সহযোগিতায় রাঙ্গুনিয়ায় হত দরিদ্র প্রতিবন্ধী পরিবারের মাঝে ছাগল ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রোববার (২৪ ডিসেম্বর) সকালে এওয়াকের রাঙ্গুনিয়ার ইছামতী ট্রেনিং সেন্টারে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এওয়াকের প্রধান নির্বাহী সফিউল আজম সিরাজী। অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম আলী, এওয়াকের সমন্বয়কারী সঞ্জিত কুমার দাশ, সহ সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, মো. মাহবুবুর রহমান, থেরাপিস্ট রেজাউল করিম প্রমুখ।
শেষে প্রতিবন্ধী ৭টি পরিবারকে স্বাবলম্বী করার লক্ষে ৭টি ছাগল এবং একজন সব্জি বিক্রেতা, একজন চটপটি ও ফুসকা দোকানী ও একজন হস্ত ও কুটির শিল্প কারিগরকে ব্যবসায়ীক মূলধন হিসেবে আর্থিক অনুদান বিতরণ করা হয়।