রাঙ্গুনিয়ায় গাড়িভর্তি চোরাই গরুসহ  গ্রেফতার ৩

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়িতে করে চোরাই গরু নিয়ে পাচারকালে তিন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে রাঙ্গুনিয়া পৌরসভার ঘাটচেক রাস্তার মাথা এলাকা থেকে তাদের ধরা হয়।

গ্রেফতারকৃতরা হলো- উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৪নং ওয়ার্ড মোহাম্মদপুর এলাকার বদিউল আলমের ছেলে আবদুল খালেক (২৮), একই এলাকার আবদুস সালামের ছেলে রমজান আলী (২৬) এবং আহম্মদ নবীর ছেলে আবদুল কাদের (২১)। তারা তিনজনই ইসলামপুরের রশিদ আহমদের মালিকানাধীন একটি খামার থেকে গরু দুটি চুরি করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলো।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, পৌরসভার ঘাটচেক রাস্তারমাথা এলাকায় পুলিশের নিয়মিত তল্লাশীকালে চাঁদের গাড়ি ভর্তি দুটি গরুসহ তিনব্যাক্তিকে ধরে থানায় নিয়ে আসা হয়। প্রথমদিকে গরু দুটি তাদের নিজেদের বলে দাবী করে এবং গ্রেফতার আবদুল খালেকের মা কাঞ্চনা বেগম এসে এসব তাদের ঘরের গরু বলে জানায়।

এদিকে থানায় গরু আটকের খবর শুনে ইসলামপুর থেকে রশিদ আহমদ এসে শনাক্ত করেন গরু দুটি তার খামার থেকে চুরি হয়েছে। এসময় পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান কাঞ্চনা বেগম। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভুক্তভোগীরা মামলা দিলে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

রশিদ আহমদ জানান, গরুগুলোর প্রকৃত মালিক লালানগরের প্রবাসী মো. নাছের উদ্দিনের। গত ৪-৫ বছর যাবত এগুলো বর্গা নিয়ে তার খামারে লালন-পালন করে আসছিলেন। গতরাতে তিনি খামারে না থাকার সুযোগে এই চুরির ঘটনা ঘটায় অভিযুক্তরা। এই ব্যাপারে থানায় নাছের উদ্দিন বাদী মামলা দিয়েছেন।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top