রাঙ্গুনিয়ায় এবার ১৬২ মন্দিরে শারদীয় দুর্গোৎসব

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এবার ১৬২টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরইমধ্যে মন্দিরগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। চলছে শেষ মুহুর্তের রং-তুলির কাজ। এবার দুর্গাপূজা উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

পুলিশ ও অন্যান্য বাহিনীর পাশাপাশি টহলে থাকবে সেনাবাহিনীও। এছাড়া মণ্ডপগুলোতে রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবক দেয়ার পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছে পৃথক মতবিনিময় সভা করে।

উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের শান্তিনিকেতন সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরে গিয়ে কথা হয় প্রতিমার কারিগর অমিত সাহার সঙ্গে। তিনি জানান, ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। রং—তুলির কাজও শেষ পর্যায়ে। প্রতিমা তৈরিতে উপকরণ সংকট ও দাম বেড়ে যাওয়ায় আগের চেয়ে ব্যয় বেড়ে গেছে।

উপজেলার বিভিন্ন মন্দির ঘুরে দেখা গেছে, মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার কাজ। অধিকাংশ পূজা মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। তবে বেশিরভাগ প্রতিমা এবার চট্টগ্রাম শহর, রাউজানের নোয়াপাড়াসহ বিভিন্ন এলাকা থেকে আনা হচ্ছে। স্বনির্ভর রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকার প্রতিমা তৈরির কারিগরদেরও ব্যস্ত সময় পার করতে দেখা গেছে। এছাড়া পূজা উপলক্ষে প্রতিটি সনাতন ধর্মালম্বী পরিবারে নতুন পোশাক ক্রয়েরও হিড়িক পড়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক অরূপ চৌধুরী জানান, প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে। সবকিছু ঠিকঠাক থাকলে দু’একদিনের মধ্যে সব মন্ডপে সাজসজ্জার কাজ শেষ হবে। উপজেলার বেশ কয়েকটি মন্ডপে বড় বাজেটের পূজা হবে। নানা থিমের জীবন্ত প্রদর্শনী হবে এসব পূজা মন্ডপে। প্রশাসনের সাথে মতবিনিময়কালে পূজা উদযাপনের ক্ষেত্রে নানা নির্দেশনা দেয়া হয়েছে। এরমধ্যে মন্ডপে মাদক নিয়ন্ত্রণ এবং সিসি ক্যামেরার আওতায় আনার ক্ষেত্রে জোর দেয়া হয়েছে। প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মতবিনিময় করে সহায়তার আশ্বাস দিয়েছেন। তারপরও প্রতিটি মন্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে বলে তিনি জানান।

এদিকে উপজেলা প্রশাসন, রাঙ্গুনিয়া মডেল থানা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আয়োজনে পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রতিটি পূজা মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদককে কেন্দ্রীয় নির্দেশনা মেনে পূজা করতে বলা হয়েছে। এছাড়া মণ্ডপগুলোতে বিএনপি—জামায়াত’র স্বেচ্ছাসেবক দেয়ার পাশাপাশি সার্বিক সহায়তার আশ্বাস দিয়েছেন পৃথক মতবিনিময় সভা করে। রাজনৈতিক নেতারা বলেন, যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তারা তৎপর থাকবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, দুর্গাপূজা উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ থাকবে মণ্ডপগুলোর নিরাপত্তা দিতে।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top