রাঙ্গুনিয়ায় এক রাতে গোয়াল ঘর থেকে ৭ গরু লুট

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় গোয়াল ঘর থেকে কৃষকের সাতটি গরু রাতের আঁধারে লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ভোরে গোয়ালঘরে গেলে গরু লুটের বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগী কৃষকরা। উপজেলার লালানগর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নে তিনজন মালিকের গোয়ালঘর থেকে পৃথকভাবে গরুগুলো চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৬ লক্ষাধিক টাকা হবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই ব্যাপারে তারা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ইদানিং রাঙ্গুনিয়াজুড়ে বেড়েছে চুরি, ছিনতাই ও মারামারির ঘটনা। এতে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিল মোগল এলাকার এজেহার মিয়া নামে এক কৃষকের তিনটি, একই এলাকার মো. হোসেনের মালিকানাধীন একটি এবং দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা গ্রামের আবু বক্কর মেম্বারের মালিকানাধীন তিনটি গরু রাতের আঁধারে চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। গেল এক সপ্তাহ আগেও উপজেলার ইসলামপুর ইউনিয়নের বেতছড়ি এলাকায় ইকবাল নামে এক কৃষকের তিনটি গরু চুরি হয়। এই ঘটনাতেও থানায় লিখিত অভিযোগ দিয়েও কোন হদিস পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে গত সোমবার রাতে ইসলামপুরে দুজন খেলোয়াড় রাঙ্গামাটি থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়েছিলেন। এ সময় সাধারণ জনতা এক ছিনতাইকারীকে ধরে জড়িত অপরদের নাম জিজ্ঞেস করলে অকপটে সবার নাম স্বীকার করে সে। কিন্তু তারা সবাই ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। একইদিন চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় দুই পক্ষের মারামারির ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একইভাবে গত এক মাসে এই ধরণের একাধিক ঘটনা ঘটে চলেছে। এমনকি মাদকের উৎপাতও বেড়েছে বলে জানা যায়।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “গরুগুলো উদ্ধারসহ জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ছিনতাই ও মারামারির ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ নিয়ে আসেনি। তবে মাদকসহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ তৎপর রয়েছে।”

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top