রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ৩০-৪০ ফুট পরিমাপের বসতঘর। যেখানে থাকতো চারটি পরিবার। শনিবার (২ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

এতে চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, টিনের চাউনি দেয়া সেমিপাকা বসতঘরটিতে থাকতো মোহাম্মদ ইসহাক আহমদ ও তার তিন ভাড়াটিয়া। তারা হলেন মো. নয়ন, জোৎস্না আক্তার ও আহমদ উল্লাহ’র পরিবার। রাতে ঘরের পেছনের দিক থেকে আগুন লেগে সম্পূর্ণ ঘর পুড়ে যায়। কিছুই বের করতে পারেনি। ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহেদুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নির্বাপনে কাজ করে। আগুনে তাদের প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ

Scroll to Top