পড়া হয়েছে: ৪১
রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি সেমি পাকা বসতঘর।
শুক্রবার (৯ আগস্ট) রাতে উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড পূর্ব সরফভাটা কাজীরখীল এলাকায় এই ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে আনমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নির্বাপনের সময় সেনাবাহিনীর একটি দল সহযোগিতা করেন।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশনের টিম লিডার জাহেদুর রহমান বলেন , ওই এলাকার নবাব মিয়া সোনা মিয়ার বসতঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে দুই ব্যক্তি ও তাদের সন্তানদের একাধিক কক্ষ আগুনে পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
চাটগাঁ নিউজ/জগলুল/এআইকে