পড়া হয়েছে: ৬১
চাটগাঁ নিউজ ডেস্কঃ রাঙ্গুনিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়টি বসতঘর ও দোকান পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৯ মার্চ) মধ্যরাতে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের সেগুনবাগান এলাকায় ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান সুমন চাটগাঁ নিউজকে জানান, রাত দেড়টার দিকে জাতীয় জরুরি সেবা (৯৯৯) কলে আগুন লাগার খবর শুনতে পান। এরপর ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় রাত ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা।
তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
চাটগাঁ নিউজ/এসবিএন