রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশ কর্তৃক অজ্ঞাতনামা মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হলেও এখনো পর্যন্ত নিহতের পরিচয় সনাক্ত করা যায়নি।
গত ১৯শে এপ্রিল রাঙামাটি সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কামিল্যাছড়ির ব্যঙছড়ি এলকার গভীর জঙ্গলের গাছে মস্তক ঝুলানো মাটিতে পড়ে থাকা বিচ্ছিন্ন গলিত মরদেহ উদ্ধার করেছিলো কোতয়ালী থানা পুলিশ।
কোতয়ালী থানার ওসি তদন্ত সাহেদ পারভেজ জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে খোঁজ পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। তিনি জানান, মাটিতে পড়ে থাকা মস্তকবিহীন মরদেহটি পুরুষ মানুষের এবং প্রায় গলিত। উদ্ধারের সময় তার পরনে বেল্ট মোড়ানো প্যান্ট পড়া অবস্থায় ছিলো। বাম হাতে কালো ফিতাযুক্ত একটি হাতঘড়ি পড়ানো ছিলো।
পুলিশ জানায়, ঘটনাস্থলে চকলেট রংয়ের একটি ব্যাগ, একপাতা রিবোর্টিল ক্লোনাজিপম, ফ্রুটিকার খালি বোতল, স্টিলের চাকু, মলাট বিহীন সাদা খাতা, সাদা রংয়ের একটি দড়ি, চকলেট রংয়ের ৪৩ সাইজের ফিতাযুক্ত এক জোড়া স্যু, সবুজ রংয়ের ৪১ ফুট লম্বা একটি দড়ি মরদেহ উদ্ধারের সময় পাওয়া গেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিহতের মরদেহ উদ্ধারের সময় প্রাথমিকভাবে উপস্থিত স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ ও ঘটনার পারিপাশির্^কতায় প্রকাশ পায় যে, উক্ত অজ্ঞাতনামা প্রায় গলিত একজন পুরুষ ব্যক্তিকে আনুমানিক বয়স(৩৫) প্রায় একমাস পূর্বেই খুন করা হয়েছে। স্থানীয় বিভিন্ন মাধ্যমে খবর নিয়ে এই ঘটনাটি একটি হত্যার ঘটনা বলে মনে হয়েছে তদন্তকারি কর্মকর্তার।
এই ঘটনায় কোতয়ালী থানায় ২০/০৪/২৪ ইং তারিখে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। যাহার মামলা নাম্বার-১৩।
কোতয়ালী থানার ওসি তদন্ত মোঃ সাহেদ পারভেজ জানান, লাশটি উদ্ধারের সময় সেটি প্রায় পচে গলে গেছিলো। আমরা ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষার জন্য প্রেরণ করেছি। ডিএনএ প্রোপাইল প্রেরণ করা হলে এবং সেখান থেকে প্রাপ্ত রিপোর্টের পর বিস্তারিত তথ্য পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদি। তিনি জানান, বিভিন্ন মাধ্যমে আমরা নিহতের পরিচয় সনাক্তের চেষ্ঠা অব্যাহত রেখেছি। এছাড়াও কারো কোনো স্বজন নিখোঁজ হয়ে থাকলে তারা বা তাদের স্বজনদের রাঙামাটি কোতয়ালী থানায় যোগাযোগ করার অনুরোধও জানিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/মানিক/এসআইএস