রাঙামাটির রিজার্ভমুখে আগুনে পুড়লো ৫ বসতঘর

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির রিজার্ভ মুখ এলাকায় অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৫টি বসতঘর পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে নয়টার সময় এই আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের থেকে জানা যায়, রিজার্ভ মুখ এলাকার স্থানীয় বাসিন্দা সেন্টুর ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মুহুর্তের মধ্যেই পাশের ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে রাঙামাটি দমকল বাহিনীর সদস্যরা এসে স্থানীয়দের সহায়তায় আগুন নির্বাপনের কাজ চালিয়ে যাচ্ছে।

এই বিষয়ে রাঙামাটি দমকল বাহিনীর এক কর্মকর্তা বলেন, সকালে জানতে পারি রিজার্ভ মুখে আগুন লেগেছে। ঘটনার খবর শুনে আমাদের দমকল বাহিনীর একটি টিম ঘটনাস্থলে এসে অগ্নি নির্বাপণের কাজে নামে। সকাল সোয়া দশটা থেকে এখনো আগুন জ্বলছে। নিয়ন্ত্রনে আসেনি আগুন।

এদিকে এই অগ্নিকান্ডের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো। ক্ষয়ক্ষতির ব্যাপারে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখনো বিস্তারিত জানাতে পারেনি। তবে ক্ষতিগ্রস্থরা বলছেন আগুনে তাদের অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top