কাপ্তাই প্রতিনিধি : রাঙামাটি জেলার বিলাই ছড়ি উপজেলায় অতি দূর্গম ৪ নং বড়থলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মার্মা গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (২১ মে) গভীর রাতে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায় বলে জানান বিলাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আকতার হোসেন। এসময় তিনি স্থানীয় এক ইউপি সদস্যের বাসায় অবস্থান নিচ্ছিলেন।
গুলিবিদ্ধ চেয়ারম্যানকে সেনাবাহিনীর সহযোগিতায় নিজ গ্রামের লোকজন মধ্যরাতে কাঁধে করে বহন করে। পরে পায়ে হেঁটে চিকিৎসার জন্য আজ সকালে চিকিৎসার জন্য রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে জেলা সদর হাসপাতালে রেফার করেন বলে তিনি জানান।
ওসি জানান, এ বিষয়ে এখনো থানায় কেউ অভিযোগ করেনি।অভিযোগ করলে আইনগতভাবে ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত: গত ২১ মে বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপলক্ষে তিনি এলাকায় অবস্থান করছিলেন। তাঁর প্রতিপক্ষ গ্রুপ এই সন্ত্রাসী কর্মকান্ড ঘটাতে পারে বলে পুলিশ ধারণা করছেন।